বিনোদন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার-সংগীত পরিচালক ইমন সাহা বর্তমানে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে সংগীত নিয়ে পড়াশোনার পাশাপাশি নতুন গান-আবহ সংগীত তৈরিতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
দেশের নন্দিত এই সুরকার-সংগীত পরিচালকের হাতে রয়েছে বর্তমানে ৭টি সিনেমার কাজ। এগুলো হলো এস এ হক অলিকের ‘গলুই’, রনি ভৌমিকের ‘মৃধা বনাম মৃধা’, শফিক হাসানের ‘বাহাদুরি’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’, ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’, রওশন আরা নীপার ‘গ্রিনকার্ড’ ও বদরুল আনাম সৌদের ‘শ্যামাকাব্য’। এর মধ্যে দুটি সিনেমা শিগগিরই মুক্তি পাবে।
এসব সিনেমার কাজ যে ইমন সাহা দারুণ উপভোগ করছেন তা তার সম্প্রতি করা এক ফেসবুক পোস্টেই স্পষ্ট। ওই পোস্টে তিনি লেখেন, ‘মন ভালো করা বেশ কয়েকটা ছবির কাজ করছি।’
ইমন সাহা বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য বেশ। বাংলাদেশে যখন দিন, আমার তখন রাত। কাজগুলো করতে গিয়ে সিনেমা–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলতে হয়। দুই দেশের সময়ের সমন্বয় করাটা অনেক কষ্টসাধ্য। তারপরও খুব আন্তরিকতা নিয়েই কাজ করে যাচ্ছি। সবচেয়ে ভালো লাগছে কাজ করতে গিয়ে নতুন এই সিনেমাগুলো দেখে। প্রতিটা সিনেমাই চমৎকার। ফলে কাজ করে খুব আরাম পাচ্ছি।’
এই সিনেমাগুলো দর্শক বেশ পছন্দ করবেন বলেও আশাবাদী গুণী এই সুরকার-সংগীত পরিচালক।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিজের রেকর্ডিং স্টুডিও মুনল্যান্ডের যাত্রা শুরু করেছেন ইমন সাহা। এখন থেকে তিনি যুক্তরাষ্ট্রে যত সিনেমার সংগীত পরিচালনা ও আবহ সংগীতের কাজ করবেন, সবই এই স্টুডিও থেকে হবে।