চট্রগ্রাম সংবাদদাতা:প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে বাবা দিবস পালন করা হয়। বাবাকে নিয়ে প্রতিটা সন্তানের আলাদা স্মৃতি থাকে। বিশ্ব বাবা দিবস ২০২০ উপলক্ষে বাবাকে নিয়ে স্মৃতিচারণা, গল্প, ফিচার, কবিতা বা হাতে আঁকা ছবি আহ্বান করা হয়েছিল ইয়ুথ পজিশনের ফেইসবুক পেইজে। বাবা দিবসের আগের রাত পর্যন্ত লেখা জমা নেওয়া হয়েছিল ফেইসবুক পেইজ ও ইমেইলের মাধ্যমে। উক্ত কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক পরিমাণ লেখা ও ছবি পাঠিয়েছে লেখক ও পাঠকেরা৷ সম্পাদনা করে লেখা ও ছবি পেইজে প্রকাশ করা হয়েছে যার মধ্যে ছিল বাবাকে নিয়ে লিখা গল্প, কবিতা, স্মৃতিকথাসহ অসংখ্য আত্মকথন। লেখাগুলো ছিল প্রাথমিক শিক্ষার্থী থেকে শুরু করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। অধিকন্তু ডাক্তার, ইন্জিনিয়ার, এডভোকেট, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষের লেখাও এতে প্রকাশিত হয়েছে। উক্ত কর্মসূচিতে যুক্ত ছিল কয়েক শতাধিক পাঠক ও লেখক। এর মাধ্যমে তরুণ লেখকদের লেখার সুযোগ করে দেওয়ায় অনেকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে নতুন এই সংগঠনকে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের এই সুন্দর ও ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে শুভকামনা জানালেন সুন্দর আগামীর জন্য।
ইয়ুথ পজিশনের পরিচালক বলেন, “প্রাথমিক শাখার ছোট ছোট ছেলেমেয়েরা বাবা দিবসে নিজের বাবাকে নিয়ে গল্প লেখার এবং ছবি আঁকার চেষ্টা করেছে। তাদের লেখাগুলো হয়তো আকারে ছোট হতে পারে, হাতের আঁকা ছবিটা হয়তো চোখধাঁধানো সুন্দর না-ও হতে পারে। কিন্তু তাদের অনুভূতিগুলো তো বাস্তব ও অপূর্ব সুন্দর। তাই আমরা কারোরই আঁকা ছবি বা লিখা বাদ দিই নাই। বরং, যতোটা সম্ভব সুন্দর করার চেষ্টা করেছি লেখাগুলো। এর জন্য যথেষ্ট সময় দিতে হয়েছে সম্পাদনায়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকলকে যারা আমাদের উক্ত কর্মসূচি সফল করতে ভূমিকা পালন করেছেন। ধন্যবাদ সকল লেখক ও পাঠকমন্ডলীকে।”
২১ জুন, ২০২০ বিশ্ব বাবা দিবসে ইয়ুথ পজিশন তাদের এই সুন্দর কর্মসূচি পালন করে। পিতার প্রতি সন্তান শিরোনামে তারা তাদের কর্মসূচি পরিচালনা করেছিল। ইয়ুথ পজিশনের সৌজন্যে সম্পূর্ণ কর্মসূচি পরিচালিত হয়েছে এবং তাদের সহযোগিতায় ছিল টাইম সাইন্স নামের একটি বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান।
লেখকঃ রিমন বড়ুয়া,শিক্ষার্থী, বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম।