নিজস্ব প্রতিবেদক: নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় তিন দিনের রিমান্ড শেষে এমপিপুত্র ইরফান সেলিম ও তার দেহরক্ষীকে আজ (রোববার) দুপুরে আদালতে হাজির করবে ডিবি পুলিশ। এই মামলায় আবারো তাদের তিন দিনের রিমান্ডের আবেদন করবে তদন্ত কর্মকর্তারা।
এর আগে নৌ কর্মকর্তাকে মারধরের মামলায় সাংসদ হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম ও তাঁর দেহরক্ষী জাহিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত রোববার (২৫ অক্টোবর) রাতে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের জেরে পরদিন সোমবার পুরান ঢাকার বড় কাটরায় ইরফানের বাবা সরকারদলীয় সাংসদ হাজি সেলিমের বাড়িতে দিনভর অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের ভ্রাম্যমাণ আদালত মাদক রাখার দায়ে ইরফানকে এক বছর কারাদন্ড ও অবৈধ ওয়াকিটকি রাখার কারণে ছয় মাসের কারাদন্ড দেন। ইরফানের দেহরক্ষী জাহিদকে ওয়াকিটকি বহন করার দায়ে ছয় মাস সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।