নিজস্ব প্রতিনিধি :ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ক্যাসেল সালাম ইন রেষ্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ রুকন উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন ‘দেশ এখন কঠিন রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের মানুষকে খাদ্যের জন্য টিসিবির ট্রাকের পেছনে দৌড়াতে হচ্ছে। স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় গিয়েছে, দেশের মানুষকে গণকারাগারে আবদ্ধ রেখে শুধুমাত্র তারাই স্বাধীনতার পরিপূর্ণ সুযোগ সুবিধা ভোগ করেছে।
তিনি আরো বলেন, যে লক্ষ ও উদ্দেশ্যকে সামনে রেখে দেশ স্বাধীন হয়েছিল অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ সেই সেই প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হচ্ছে।
পরে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সহ সভাপতি এবিএম এমদাদুল্লাহ, জয়েন্ট সেক্রেটারী মুস্তফা কামাল, সাংঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মদ শাহীন আলম, সেক্রটারী এমদাদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ বিন ফরিদসহ জেলা নেতৃবৃন্দ।