ডেস্ক রিপোর্ট :
কোভিড-১৯ ভাইরাস এর এই দুঃসময়ে যখন পুরো পৃথিবী স্থবির হয়ে যাওয়ার মতো অবস্থা তখন আমাদের আশেপাশের অনেক নিম্নবিত্ত মানুষ অর্থনৈতিক ভাবে দুর্বল হয়েগেছে৷ সামনে রোজার পর ঈদ-উল-ফিতর, এদিকে অনেকেরই ঘরে নেই পর্যাপ্ত অর্থ। খুশির ঈদ টায় যেন এবারে অনেকের ঘরে থাকবেনা খুশির এতটুকো আলোও।
এই দুঃসময়ে অনেকের মতোই এগিয়ে আসে মাত্র নয় জন বন্ধুর একটি সংগঠন, যাদের প্রত্যেকেই গুরুদয়াল সরকারি কলেজ,কিশোরগন্জের এইচ এস সি ১৪ ব্যাচ এর অন্তর্গত। তাদের গ্রুপ এর নাম অক্টাল(Octal)।
এই দুঃসময়ে যেন ১০-১৫ টি পরিবারের মুখেও অন্তত হাসি ফোটাতে পারে সে লক্ষ্য নিয়ে অক্টাল এর বন্ধুরা কাজ শুরু করে Gift 4 Eid নামক একটি ক্যাম্পেইন এর। যদিও গ্রুপের প্রত্যেকেই মধ্যবিত্ত ঘরের তবুও তাদের মনটা ছিলো বিশাল। নিজেদের অর্থায়নের পাশাপাশি তারা তাদের আত্মীয় স্বজন, বন্ধু, শিক্ষক প্রত্যেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তাতে সবার অভূতপূর্ব সাড়া পাওয়া যায়৷ এক পর্যায়ে তাদের এই ক্যাম্পেইন এর অর্থায়ন দাড়ায় ৬০,০০০ টাকারো বেশি, যার বেশীরভাগটাই আসে অনলাইন এর যোগাযোগের মাধ্যমে৷ সময় সল্পতার কারণে অনেকেই এতে শামিল হতে পারেনি, কিন্তু তবুও এই টাকা দিয়ে ১০০ টি গরীব, অসচ্ছল পরিবারের ঈদ এর জন্য উপহার প্রদান করে অক্টাল এর বন্ধুরা৷ যদিও গিফট বিতরনের কাজ টি ছিলো বেশ চ্যালেঞ্জিং, তবে সেটা তারা বেশ সুন্দরভাবেই শেষ করে।
এ ব্যাপারে অক্টাল(Octal) এর বন্ধুরা পুরো ক্রেডিট টাই দিয়েছেন সেই সকল শুভাকাঙ্ক্ষী দের, যারা অক্টাল এর এই Gift 4 Eid ক্যাম্পেইন এ অর্থায়ন করে সাহায্য করেছেন।