নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যে কতৃক আয়োজিত একাদশ বই মেলা ১০ ও ১১ সেপ্টেম্বর মাইল্যান্ড এর আর্ট প্যাভিলিয়নে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হলো দুই দিন ব্যাপি বই মেলার। এবারের বই মেলা একটি বিশেষ এতো উৎসাহের কারণ বই মেলা উদ্বোধন থেকে শুরু করে , সেমিনার, লেখক ও পাঠকদের আলোচনা ও বিলেতসহ বহুদেশ থেকে আগত জ্ঞানী ও গুনিজনদের পদচারনায় হয়ে উঠেছিল মুখরিত।
সূদুর আমেরিকা থেকে আগত বিজ্ঞানী দম্পতি ও লেখক বইমেলা কে জ্যোতিময় করে তুলেছিলেন।ডঃবিজ্ঞানী নুরুন্নবী(মুক্তিযোদ্ধা) ও তাঁর পত্নী এক বিশেষ অলংকার হয়ে এসে অনেক তথ্যবহুল আলোচনা করেছেন। এছাড়া ও আরো দেশী বিদেশী মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সঠিক মুক্তিযুদ্ধের কথা জানতে পেরেছে আগত দর্শনার্থীরা। আরো উউপস্থিত ছিলেন উপমহাদেশের বরন্য রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বিলেতের অনেক শিল্পী ও সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। তবে নদী মিউজিক এন্ড ড্যান্স মিডিয়া ইউ, কে এর কর্নধার ও আন্তর্জাতিক নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ “ আনন্দ লোকে মংগলা লোকে” একক নৃত্যটি শ্রদ্ধেয়া বন্যা’র কন্ঠে ধারন করা গানের সাথে চমৎকার নৃত্যটি সবার কাছে খুব প্রশংসনীয় হয়েছেন।শিল্পী নিজেও তাকে বাহবা দিয়েছেন ও ডঃ বিজ্ঞানী দম্পতিসহ অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ও উপস্হিত দর্শকদের করতালীই প্রমান করেছেন নৃত্যটি কত নান্দনিক হয়েছিল।মোহাম্মদ দ্বীপ বই মেলার আয়োজকদের প্রানঢালা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন ও প্রতিবছর যেন বই মেলা হয় তার জন্য শুভ কামনা জানিয়েছেন।