অধিনায়ক হিসেবে শেষ ম্যাচটা জয়ে রাঙিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার তৃপ্তি নিয়ে ইতি টেনেছেন নেতৃত্ব অধ্যায়ের। বাংলাদেশের অধিনায়ক হিসেবে শেষ সংবাদ সম্মেলনে চেনা মাশরাফীকেই দেখা গেল। বিদায়বেলায় হাসি-ঠাট্টায় মাতিয়ে গেলেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সম্মেলন কক্ষ।
মাশরাফীকে সহজাত মেজাজে রাখতে সাংবাদিকদের ভূমিকাও কম ছিল না।
প্রথম প্রশ্ন: ক্যাপ্টেন, কেমন লাগছে?
মাশরাফীর উত্তর: অসম্ভব ভালো (হাসি)
কেন?
মাশরাফী: কারণ জিতছি (এবার হাসি আরও চওড়া)
একটু রিল্যাক্স লাগছে কিনা?
মাশরাফী এবার সিরিয়াস: একটা কাজ তো কমে গেল, অনেক বড় দায়িত্ব ছিল। সাধারণত এই সময়ে অনেকের খারাপ লাগে অনেকের ভালো লাগে। অবশ্য আমার ভেতরেও মিশ্র অনুভূতি হচ্ছে। সত্যি বলতে নিজের কাছে ভালো লাগছে অধিনায়ক হিসেবে ভালো একটা জায়গায় থেকে শেষ করতে পেরেছি। আর জিতেও শেষ হয়েছে তাই ভালো লাগছে।
যেখানে বাংলাদেশকে রেখে গেলেন সেখান থেকে আগামী তিন-চার বছর ওয়ানডে দলকে কোথায় দেখতে চান?
এটা বলা তো কঠিন। তারপরও আমার বিশ্বাস আগামী বিশ্বকাপে বাংলাদেশ অনেক ভালো করবে। এটা আমার মন বলছে এবং বিশ্বকাপের শেষ সংবাদ সম্মেলনে আমি বলেছি এই কথাটা। যার নেতৃত্বেই খেলুক, এখন যারা তরুণ খেলোয়াড় আছে তাদের ভালো খেলার সেরা সময় থাকবে তখন।