দৈনিক প্রত্যয় ডেস্কঃ হিলি স্থলবন্দর দিয়ে ভারতে বেড়েছে পণ্য রপ্তানি। গেলো এক মাসে ১০ হাজার মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। যা থেকে সরকারের বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে ৬৪ কোটি টাকা।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর গত ৮ জুন থেকে আমদানির পাশাপাশি ভারতে বাড়তে থাকে পণ্য রপ্তানি। রাইজ ব্যান্ড ওয়েল, জুট কাপড়, ওয়াটার পাম্পগুলোর চাহিদা থাকায় রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। এসব পণ্য রপ্তানি করছে গ্রীণ ওয়েল ও তামিম এগ্রোফার্মসহ বেশ কয়কেটি প্রতিষ্ঠান।
হিলি কাস্টমসের সহকারী কমিশনার আব্দুল হান্নান জানান, এই কয়েক দিনের মধ্যে প্রায় ৮০টা কনসাইনমেন্টে মোট রফতানি হয়েছে দশ হাজারেরও বেশি মেট্রিক টর পণ্য। যেখান থেকে আমরা পেয়েছি ৭৬ লাখ মার্কিন ডলার, যা বাংলা টাকা ৬৪ কোটি টাকা।
ডিপিআর/ জাহিরুল মিলন