প্রত্যয় ইউরোপ ডেস্ক: যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, তার অস্তিত্ব এবার ফিনল্যান্ডেও শনাক্ত হয়েছে। দেশটিতে এমন তিনজন রোগীর সন্ধান মিলেছে। এর মধ্যে যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন বৈশিষ্ট্যের ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুইজন। আর অপরজন আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া ভিন্ন বৈশিষ্ট্যের করোনাভাইরাসে। ফিনল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর তা গোটা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে। অক্টোবরে ব্রিটেনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের ৫০ শতাংশই এই নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের কবলে পড়েছেন। এরইমধ্যে ইতালি, সিঙ্গাপুর, ফ্রান্স, দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্য ছাড়া দক্ষিণ আফ্রিকায়ও আলাদা বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
নতুন বৈশিষ্ট্যের ভাইরাসকে কেন্দ্র করে এ মাসের শুরুর দিকে ব্রিটেন থেকে আসা যাত্রীদের ওপর ভ্রমণসংক্রান্ত বিধি-নিষেধ আরোপ করে ফিনল্যান্ড।