দৈনিক প্রত্যয় রিপোর্টঃ
আগামী ৭ই জুন ছয় দফা আন্দোলনের ৫৪তম বার্ষিকী। এই উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের লেখকদের কাছ থেকে আহবান করছে বিশ্লেষণধর্মী লেখা।
আপনি যদি বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন নিয়ে আগ্রহী হয়ে থাকেন এবং নিজের চিন্তা, গবেষণা মানুষের সামনে তুলে ধরতে চান, তাহলে ‘ছয় দফা আন্দোলন’ নিয়ে আপনার লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় opinion@albd.org নির্বাচিত কিছু লেখা বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটের মতামত অংশে প্রকাশ করা হবে।
লেখার বিষয়বস্তুঃ (বাংলা ও ইংরেজি)
১. ছয় দফা আন্দোলনের ইতিহাস
২. ছয় দফা দাবি সমুহের বিশ্লেষণ
৩. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ছয় দফার প্রভাব
১৯৬৬-পরবর্তী রাজনীতিতে ছয় দফা আন্দোলনের প্রভাব
৪. ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও ছয় দফা
৫. ৭০’এর নির্বাচন ও ছয় দফা
৬. ছয় দফা আন্দোলনে অংশগ্রহনকারী ব্যক্তির সাক্ষাৎকার/অভিজ্ঞতা।
নিয়মাবলীঃ
১. ৬০০ থেকে ১০০০ শব্দের মধ্যে
২. ব্যবহৃত তথ্যের উৎস উল্লেখ করা বাঞ্ছনীয়
৩. পূর্বে প্রকাশিত লেখা বাতিল বলে গণ্য করা হবে
৪. একজন লেখক একাধিক আঙ্গিকের লেখা জমা দিতে পারবেন
৫. বাংলা, ইংরেজি দুই ভাষাতেই লেখা জমা দেওয়া যাবে
৬. লেখার সাথে লেখকের পূর্ণ পরিচয় ও যোগাযোগের জন্য ফোন নাম্বার ও ইমেইলসহ ঠিকানা দিতে হবে। অন্যথায় লেখা বাতিল বলে গণ্য হবে।
লেখা পাঠানোর শেষ সময় ৫ জুন, ২০২০।