কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশের রোষনালে পরে দীর্ঘ ১১ মাস ৫ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তফা।
আজ বৃহস্পতিবার (২৭শে আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি। এ সময় স্ত্রী হাসিনা আকতার, বোন ফাতেমা আকতার বেবি, সালমা আকতার, মেয়ে সোমাইয়া মোস্তফা, ছেলে শাহেদ মোস্তফা, সাজেদুল মোস্তফাসহ স্বজনেরা ফরিদকে বরণ করে নেন।
ওসি প্রদীপের নানা অপকর্মের বিরুদ্ধে লেখালেখি করায় ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের বাসা থেকে সাংবাদিক ফরিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কক্সবাজারের সমিতি পাড়ায় তাকেসহ কথিত অভিযান চালিয়ে ইয়াবা ও বিভিন্ন মাদবদ্রব্য উদ্ধারের দাবি করা হয়। পরিবারের দাবি আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে তাকে কারাগারে না পাঠিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় পুলিশ।
এর আগে গত বছর জুনে সাংবাদিক ফরিদের বিরুদ্ধে টেকনাফ থানায় চাঁদাবাজির মামলাও করা হয়। এরপর থেকে তাকে গ্রেপ্তারে খুঁজতে থাকে পুলিশ। নিরাপত্তা চেয়ে সরকারের বিভিন্ন বিভাগের কাছে আবেদন ও করেছিল ফরিদুল।