কক্সবাজার সংবাদাতা:কক্সবাজার জেলার সাংবাদিক ফরিদুল মোস্তফা খান দীর্ঘ ১১ মাস ৫ দিন পর জামিনে কারামুক্ত হলেন ।আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬ টার সময় তিনি কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্ত হলেন। এই সময় স্ত্রী হাসিনা আকতারসহ স্বজনেরা কক্সবাজার কেন্দ্রীয় কারগারের ফটকে ফরিদুল মোস্তফা কে বরণ করে নেন। ফরিদুল মুক্তির খবরে কারাগারের আশে পাশে জড়ো হয় সহকর্মীরা। ফরিদুল মোস্তফার কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারা সুপার মোকাম্মেল হোসেন।
আজ ২৭ আগষ্ঠ সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার জেলা যুগ্ম দায়রা জজ ১ম আদালত নির্যাতিত ফরিদুল মোস্তফাকে জামিন প্রদান করেন।
এতে করে ১১ মাস ৫ দিন কারাভোগ করে ফরিদুল মোস্তফা খান কারামুক্ত হতে আর বাধা থাকলনা।
ইতিমধ্যে ৫টি মামলা থেকে সে জামিন লাভ করে। আজ চাঁদাবাজির শেষ মামলায়ও জামিন লাভ করেন ফরিদুল। ফলে আজ সাংবাদিক ফরিদুল মোস্তফা সন্ধ্যা ৬ টার সময় জেল থেকে মুক্তি পায়েছে বলে তার আইনজীবীরা জানিয়েছেন ।
আদালত সুত্র জানায়, ‘ টাকা না দিলে ক্রসফায়ার দেন টেকনাফের ওসি’ সংবাদ প্রকাশ করায় গত বছরের ২১ সেপ্টেম্বর মধ্যরাতে ওসি প্রদীপ কুমার দাশ নিজস্ব বাহিনী দিয়ে ঢাকা পল্লবী ভাড়া বাসা থেকে ধরে এনে সাংবাদিক ফরিদুল মোস্তাফা খানের উপর চালানো হয় লোমহর্ষক নির্যাতন ও নিপীড়ন। অবৈধ অস্ত্র, ইয়াবা, বিদেশী মদসহ ৬টি সাজানো মামলা দিয়ে প্রেরণ করা হয় জেলে। এইদিকে সাংবাদিক ফরিদুল মোস্তফার উপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল সেই কথা নিজেই স্বীকার করেছেন বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ। সম্প্রতি টেকনাফের আরেক সাংবাদকর্মী রহমত উল্লাহর সঙ্গে ওসি প্রদীপের একটি কথোপকতনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে