স্পোর্টস ডেস্ক: ইনজুরিতে গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে জাসপ্রিত বুমরাহ। টি-২০ বিশ্বকাপ মিস করেছেন, সর্বশেষ আইপিএল খেলতে পারেননি। তাকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দলে ডেকে পরে নাম কেটে দেওয়া হয়েছিল। কারণ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) পঞ্চাশ ওভারের বিশ্বকাপে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি।
ওই বিশ্বকাপ আসন্ন। বুমরাহও মাঠে ফেরার খুব কাছে। আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে ভারতের। ওই সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন এই ডানহাতি পেসার। এছাড়া ৩ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ আছে মেন ইন ব্লুজদের। ওই সিরিজের দলও ঘোষণা করা হয়নি। বুমরাহকে ওই সিরিজেও ডাকা হতে পারে।
পঞ্চাশ ওভারের ক্রিকেটে ফেরানোর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট বুমরাহকে টি-২০ ক্রিকেটে খেলানোর কথা ভাবছে। বুহমরাহ এখনও ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) ক্রিকেটে ফেরার প্রক্রিয়ার মধ্যে আছেন। তিনি ৭০ শতাংশ ফিট বলে জানানো হয়েছে।
ভারতের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বুমরাহকে খেলানোর আগে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ম্যাচ খেলানো হবে। সেখানে তিনি কেমন প্রতিক্রিয়া দেখান, বোলিং করার চাপ কতটা সামলাতে পারেন এসব দেখেই তাকে আন্তর্জাতিক ম্যাচ খেলানা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বোর্ড।