প্রত্যয় ডেস্ক,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম বিভাগের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রকল্প সম্প্রসারণর বিভাগের দোহাজারী – কক্সবাজার ট্টানজিট- ঘুনধুম রেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে। আর এই ২০১৮ সালে শুরু হওয়া চট্টগ্রাম বিভাগের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রকল্পের ইতিমধ্যে দোহাজারী – কক্সবাজার অংশের ৪১ শতাংশ কাজ শেষ হয়েছে ।
১২ সেপ্টেম্বর শনিবার সকালে রেলপথ মন্ত্রী মাে : নুরুল ইসলাম সুজন এমপি রেলওয়ের কার্যক্রম পরিদর্শন কালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে একটি পরিপূর্ণ আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ার পরিকল্পনা নিয়েই কাজ করছেন । রেলওয়ের অগ্ৰগতী পরিদর্শন কালে রেল মন্ত্রী কক্সবাজারে ঝিলংজা হাজি পাড়ায় রেললাইন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত চারজন ভূমি – মালিকদের মাঝে প্রায় এক কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণর কালে একথা বলেন ।
পরে চট্টগ্রাম-দোহাজারী – কক্সবাজার ডুয়েলগেজ রেললাইন প্রকল্পের কক্সবাজার প্রান্তের ঝিনুক স্টেশনের ঝিলংজা হাজি পাড়া , রামু ফতেখাঁরকুলসহ বিভিন্ন স্থানে কাজের অগ্রগতি পরিদর্শন করেন । এই ব্যাপারে তিনি জানান যে ঢাকা- চট্টগ্রাম ,দোহাজারী- কক্সবাজারের রেল যোগাযোগ শুরু হলে দেশের পর্যটন শিল্পে ও অর্থনৈতিক খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে ।
বাস্তবায়নাধীন রেলওয়ে প্রকল্পের অগ্ৰগতী পরিদর্শনের সময় প্রকল্প পরিচালক মাে : মফিজুর রহমান , ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাে আশরাফুল আফসার , রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার , ভুমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হােসেন , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ মাহমুদউল্লাহ মারুফ , রেলওয়ের উর্ধতন কর্মকর্তাসহ প্রকল্প ও ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টঃমোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু