কক্সবাজার সংবাদদাতা: আসন্ন ঈদুল আযহার আগে কক্সবাজার সমুদ্র সৈকত, পর্যটনকেন্দ্রগুলো এবং হোটেল-মোটেলগুলো না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজার জেলায় কভিড-১৯ নিয়ন্ত্রণের জন্যই নেওয়া হয়েছে এমন ব্যবস্থা। আজ শনিবার কক্সবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কভিড-১৯ নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও জেলা করোনা প্রতিরোধ বিষয়ক কার্যক্রমের সমন্বয়কারী হেলালুদ্দীন আহমদ সভায় সভাপতিত্ব করেন। সভায় কক্সবাজারের সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদ চেয়ারম্যান মোসতাক আহমদ চৌধুরী, সরকারের যুগ্ম সচিব ও রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মাহবুব আলম তালুকদার, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ জেলার ৪টি পৌরসভার মেয়র, সেনা ও নৌ বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় কক্সবাজারের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়নে গৃহীত পদক্ষেপ সমূহ, সমন্বিত ত্রাণ ব্যবস্থাপনা, কক্সবাজারে সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে হাই ফ্লু অক্সিজেন সংখ্যা বৃদ্বিকরণ, প্লাজমা ব্যাংক স্থাপন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন, ঈদুল আযহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট ব্যবস্থাপনা ও অনলাইন পশুর হাটের পরিচালনার বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এদিকে, কক্সবাজার পৌরসভার নুনিয়াছড়া নামক এলাকায় ‘৩৭ শহরে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ প্রকল্পের’ আওতায় শনিবার পাইপ লাইন স্থাপনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শনিবার বিকালে এ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।