কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজার জেলা সদর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে নিযুক্ত হয়েছেন বর্তমান ওসি ( তদন্ত ) খায়রুজ্জামান।আর একই সঙ্গে পদোন্নতি পেয়ে ওসি ( তদন্ত ) হয়েছেন বর্তমান ওসি ( অপারেশন ) । অন্যদিকে নতুন ওসি ( অপারেশন ) হিসেবে নিযুক্ত হয়েছেন বর্তমানে জেলা গােয়েন্দা পুলিশে দায়িত্বরত মিজানুর রহমান । কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মােঃ ইকবাল হােসাইন এই তথ্য নিশ্চিত করেছেন । জেলা পুলিশ সূত্রে জানা যায় , আজ সােমবার দুপুরে পুলিশের এক আদেশে তাদের নিযুক্ত করা হয়েছে । সম্প্রতি থানা হাজতে এক আসামী মৃত্যুর ঘটনায় বরখাস্ত হন শাহজাহান কবির । এরপর থেকে খাইরুজ্জামান ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন । জানা গেছে , খাইরুজামান বেশ কিছু দিন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে ( বর্তমান থানা ) ইনচার্জের দায়িত্ব পালন করেছিলেন । পরে পদোন্নতি পেয়ে কক্সবাজার সদর মডেল পরিদর্শক ( গােয়েন্দা ) হন । এরপর পদোন্নতি পেয়ে উখিয়া থানার ওসি ( তদন্ত ) হন । উখিয়া থেকে বদলী হয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি ( তদন্ত ) হন । সম্প্রতি থানা হাজতে এক আসামীর মৃত্যুর ঘটনায় বরখাস্ত হন শাহজাহান কবির । তাই শূন্য পদে নতুন প্রক্রিয়ায় শাহজাহান কবিরের স্থলাভিষিক্ত হয়েছেন খাইরুজ্জামান নবনিযুক্ত মাসুম খাঁন জেলা ডিবি পুলিশে বেশ কিছুদিন পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন । সম্প্রতি সেখান থেকে কক্সবাজার জেলা সদর মডেল থানার ওসি ( অপারেশন ) নিযুক্ত হন ।
বর্তমান ওসি ( তদন্ত ) খায়রুজ্জামান পূর্ণ ওসি হলে তার স্থলাভিষিক্ত হন মাসুম খাঁন।অন্যদিকে নবনিযুক্ত ওসি ( অপারেশন ) মিজানুর রহমান বেশ কিছুদিন রামু থানার ওসি ( তদন্ত ) হিসেবে দায়িত্ব পালন করেছেন । সেখান থেকে বদলী হয়ে জেলা গােয়েন্দা পুলিশে ( ডিবি ) পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন । ডিবি থেকেই তাকে এবার সদর মডেল থানার ওসি ( অপারেশন ) হিসেবে নিযুক্ত হন ।