কক্সবাজার সংবাদাতা: কক্সবাজার জেলা সদর থানায় ৯৫০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত ১৮ আগষ্ট রাত ১১ . ৩০ টার দিকে ঈদগাঁও বাজারের ডিসি সড়স্থ ছগির ম্যানসনের ৩য় তলায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈদগাহ পুলিশ ফাঁড়ির পুলিশের সহযোগিতায় ছগির ম্যানশনের ৩য় তলা থেকে আবুল কালামের ভাড়া করা ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মোহাম্মদ আবুল কালাম (৪২) ও তার সহযোগী মাহমুদুল করিম (২৪) কে গ্রেফতার করে। আবুল কালাম ঈদগাঁও জাগির পাড়ার আবদু শুক্কুরের ছেলে।বর্তমানে দরগাহ পাড়ায় থাকে। মাহমুদুল করিম জালালাবাদের সওদাগর পাড়ার বাসিন্দা।
তারা দীর্ঘ দিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।এলাকার লোকজন জানান,এরা মাদক ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। ইয়াবা সম্রাট কালাম এর আগেও একাধিকবার ঈদগাহ পুলিশের হাতে ইয়াবাসহ আটক করা হলেও বিভিন্ন কারণে ছাড়া পেয়ে যায় অদৃশ্য কারণে।
উক্ত ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে মোঃ আবুল কালাম ও মাহমুদুল করিমকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।