কক্সবাজার সংবাদাদাতা: কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো নাড়িভুঁড়ি বের হয়ে যাওয়া মৃত ডলফিন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে এই ডলফিন দেখা যায়। এ ছাড়া ডলফিনটির শরীরে কয়েকটি আঘাতের চিহ্নও রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এটি জেলেদের জালে বা ট্রলারের আঘাত পেয়ে মারা যেতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিনটি যখন ভেসে আসে তখন এটির পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। মূলত ডলফিনটি সাগরে আঘাত পেয়েছে। সৈকতে আসার মাত্র ৮-১০ মিনিটের মধ্যে ডলফিনটি মারা যায়।
সেভ দ্য নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান আ. ন. ম মোয়াজ্জেম হোসেন জানান, ডলফিনটি দেখে মনে হয়েছে এটি মারা গেছে বেশিক্ষণ হয়নি। তবে সাগরে মাছ শিকারের নিষিদ্ধ সময়েও জেলেরা কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে মাছ ধরতে যায়। তাদের জালে আটকে ডলফিনটির মৃত্যু হয়েছে তা স্পষ্ট।