কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজম্যান্ট কমিটির উদ্যোগে সমুদ্র সৈকতে ভেসে আসা বর্জ্য অপসারণ অব্যাহত রয়েছে। শনিবার পর্যন্ত সৈকতের দরিয়ানগর, হিমছড়ি, কলাতলি, সৈকতের সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্টেসহ ৬ কিলোমিটার বালুচরে বর্জ্য অপসারণ অব্যাহত রয়েছে। স্থানীয় ১১টি পরিবেশ রক্ষাকারী সংগঠন, স্বেচ্ছাসেবী ও সৈকত ব্যবস্থাপনা কমিটির প্রায় তিনশ কর্মী স্বাস্থ্যবিধি মেনে পরিচছন্নতার কাজে জড়িত রয়েছেন।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন শনিবার সৈকতের বিভিন্ন পয়েন্টে এই বর্জ্য অপসারণের কাজ পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসার, পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ইমরান জাহিদ খান ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাজমুল হুদাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সমুদ্র সৈকতে ভেসে আসা বর্জ্যগুলো যাতে সমুদ্র ও তার পারিপার্শ্বিক পরিবেশ দূষিত করতে না পারে সে লক্ষ্যে এই বর্জ্য অপসারণ অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। গত সপ্তাহে আকস্মিক সামুদ্রিক জোয়ারের পানিতে বিপুল পরিমাণের বর্জ্য ভেসে এসে সৈকতের বালুচরে। বর্জ্যের সঙ্গে ভেসে আসে সামুদ্রিক কাছিম, সামুদ্রিক সাপসহ নানা প্রজাতির প্রাণী।