নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার( ২১ জুলাই) কিশোরগঞ্জের কটিয়াদীতে অবস্থিত বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা এবং জেলা প্রশাসক কিশোরগঞ্জ এর সহযোগিতায় কটিয়াদি উপজেলার হাসপাতাল রোড এলাকায় অবস্থিত ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রজ্ঞণ বণিক।
মনিটরিং কালে দেখা যায় ডায়াগনস্টিক সেন্টার এ সাটানো বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্ট এর মূল্য এর সাথে ভোক্তা কে দেওয়া বিল কপির মিল নেই এবং মূল্য তালিকা থেকে বিভিন্ন টেস্ট এর মূল্য বাবদ বাড়িয়ে নেওয়া হচ্ছে।
রেনেসা ডায়াগনস্টিক ও হসপিটালে দেখা যায় মূল্য তালিকায় লেখা ৫০০ টাকা কিন্তু ভোক্তার কাছ থেকে নিয়েছে ৬০০ টাকা ।এছাড়া ও অন্যান্য টেস্ট এর মূল্য ও এমন ভাবে বাড়তি দামে নেওয়া হচ্ছে। সেই সাথে এই প্রতিষ্ঠানের ফাইয়ার এক্সটিংগুইশার এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০২১ সালে। অন্যদিকে মডেল হেলথ সেন্টার এ গিয়ে ও একই চিত্র দেখা মেলে। একই সাথে বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত নাজুক বলে অভিযানে প্রতীয়মান হয়।
ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী রেনেসাঁ ডায়াগনস্টিক এন্ড হসপিটাল কে প্রতিশ্রæত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার জন্য ত্রিশ হাজার টাকা ও মডেল হেলথ সেন্টার কে ত্রিশ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযান এ প্রসিকিউটর হিসেবে ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর (কটিয়াদি) মো দিদারুল আলম এবং এস আই আলী হোসেন নেতৃত্বে জেলা পুলিশের একটি তদারকি টিম।
সহকারী পরিচালক হৃদয় রজ্ঞণ বণিক জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।