বনানী (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর বনানীর কড়াইল বেলতলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ৫০ মিনিট চেষ্টায় বিকাল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নেভাতে স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০-৬০টি ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন দৈনিক প্রত্যয়কে জানান, বেলতলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানে আগুন আর ছড়ানোর আশঙ্কা নেই বলে বার্তা পাঠানো হয়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো তথ্য নেই। কয়টি ঘর পুড়েছে কিংবা কীভাবে আগুন লেগেছে তা পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, দোতলা একটি বাসার গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।
উল্লেখ্য, এই বস্তিটিতে প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটে। সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি রাতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে তখন কেউ হতাহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। এছাড়া ২০১৬ সালে এই বস্তির ভয়াবহ আগুনে ৪০০ থেকে ৫০০ ঘর পুড়ে যায়।