কথা না স্বপ্ন
-তন্ময় দত্ত মিশু
কিছু কথা স্বপ্নের থেকে বড়,
কিছু স্মৃতি আগলে আছি জড়সড়।
সময়টা থমকে আছে,যেন হয়েছে এক বিকট বজ্রপাত এই মাত্র!
শব্দ নিয়ে খেলা করা মানুষ, আজ শব্দের পিছে ছুটছে।
অন্যের দুঃখে যে ব্যতিত হতো হরদম,
নিজের কষ্টে সে আজ তিলে তিলে ধুকছে।
নীল আকাশটা না, আজ কালো হয়ে গেছে,
না, বৃষ্টি হবে না, শুধু আশার সূর্যটা মেঘে ঢেকে গেছে।
কি বোঝাতে চাচ্ছি, মানুষই বা কি বুঝছে
দুইয়ে দুইয়ে পাঁচ দিব্যি মেনে নিচ্ছে।
কোনটা সত্য কোনটা মিথ্যে
ভাবার সময় কি আছে?
যেটা সবচেয়ে বেশি প্রচারিত হচ্ছে,
তাকেই সত্য বলে ধরে নিচ্ছে!
জোছনায় মাঠের ধারে বসে, করা প্রতিজ্ঞা
সময়ের স্রোতে ভাসিয়ে দিলাম বেমালুম।
আলো হয়ে থাকতো যে স্থান আগে,
হঠাৎ করে তা আঁধারে পরিনিত হলো কি করে?
সব মিথ্যে, সত্যিটা আমি বলি
কিছু কিছু স্বপ্ন হয় যা দেওয়া কথার চেয়ে দামি।