আপনের মাঝে বসতি পরের
সৎ এর মাঝে অসৎ
পচা আর জঞ্জাল পেয়ে অধিকার
করছে হৃদে বসত।
ভাবিনি কখনও দিবে চোট
মনে করেছি যারে আপন
সে যে আসলে ছিল পর
ভুলের মাঝে করেছি যাপন।
সবই তার মিছে অভিনয়
বুঝেছি আজ এতদিন পর
বুঝে আর হবে কি এখন
আগেইতো বিলিয়েছি ঘর।
দু’মুখো ভুজঙ্গ খুব ভয়ঙ্কর
শুনেছি এতদিন লোক মুখে
আমার জীবনে সত্যি হল তাই
হৃদয়ে আস্ফালন অশ্রু ঝরে দুখে।
সবাইকে বড় অচেনা লাগে
চারিদিকে কেন এত গোপন
বিশ্বাস আজ অবিশ্বাসে ভরা
ভেঙে গেল মোর চেনা ভূবন।
পর কখনও হয় না আপন
সর্বদাই সেতো পর
আপনের মাঝে বিরাজ করে
ভয়ঙ্কর সব সার্থপর।
কেউ যে আর নেই আমার
তাই নেই দায় হোক সে যত অল্প
ভুলে যাব সব আপন-পর
এই মোর দৃঢ় সংকল্প।
প্রত্যয় সাহিত্য ডেস্কঃ ডিপিআর/ জাহিরুল মিলন