“অসময়ে তোমার আকুতি”
ইমরান ইমন
চাঁদ আজ খিলখিলিয়ে হাসছে,
তোমারও বার বার নিবেদন আসছে।
তুমি অযথাই ফুলে উঠছো,
চাঁদের আলোয় হারিয়ে যাওয়ার,
কাছে আসার, একটু স্পর্শ নেওয়ার
আকুতি জানাচ্ছো।
আমি কি করে পূরণ করি তোমার এসব আকুতি!
করোনার কাছে আমার হাত-পা বাঁধা
তুমি তা দেখতেই পারছো।
আমি আজ তোমায় আসার
অনুমতি দিতে পারছি না।
তোমার সব আকুতি-মিনতি-আবেদন-নিবেদন
এখন জমিয়ে রাখো,
মহামারী করোনা ধূলিসাৎ হোক,
পৃথিবীটা একটু মধুময় হোক।
তখন আমি নিজ থেকেই পূরণ করে দেবো
তোমার এতো দিনের জমে থাকা সব কামনা-বাসনা,
দূর করে দেবো তোমার হৃদয়ে জমে থাকা শোক।
কবি: ইমরান ইমন
শিক্ষার্থী: ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।