কক্সবাজার সংবাদদাতা:কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম রংমহল এলাকার বাসিন্দা দীর্ঘদিন যাবৎ একমাত্র চলার রাস্তাটির সমস্যার কারণে উন্নয়ন ও শিক্ষা বেবস্থা পিছিয়ে রয়েছে বলে সরজমিনে তদন্তে দেখা গেছে। সরজমিনে প্রতিবেদন করতে গিয়ে জানা গেছে দৈনিক একহাজার মানুষের চলাকালে একমাত্র ভরসা এ রাস্তাটি কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট বেক্তি নিয়মিত চলাচল করলেও তাদের দৃষ্টিগোচর হয়না।
এলাকার বাসিন্দারা জানায় ডুলাহাজারার সবখানেই উন্নয়ন হলেও ৯ নং ওয়ার্ডে পশ্চিমা রংমহল অজানা কারণে উন্নয়নের ছোঁয়া থেকে পিছিয়ে রয়েছে। এই চলতি বর্ষায় চলাকালের এমন পরিস্থিতি স্কুল কলেজে মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ দৈনিক চলাচল কারি মানুষের চরমভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে শুধু আমার এই রাস্তার কারণে। এলাকার স্থানীয় জনগণের একমাত্র ভরসা পানির নিচে তলিয়ে যাওয়া রাস্তাটি। বর্তমানে সংস্কার না থাকায় প্রতিনিয়ত চরমভাবে দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকার নিরিহ জনগণে। এলাকাবাসীর দাবি রাস্তাটি সংস্কার করে জনগনের দুর্ভোগ লাগব করতে।
কক্সবাজার প্রতিনিধি: মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু