তারেক সারোয়ার,নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫২ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,৭৯০ জনে।
এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। ফলে এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ১৭৫।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫,৮২৭টি । ২৯টি ল্যাবরেটরিতে এসব নমুনা পরীক্ষায় আক্রান্তের এই সংখ্যা পাওয়া যায়।
মারা যাওয়াদের ৫ জনই ঢাকার বাসিন্দা। তাদের মধ্যে পুরুষ ৩ জন, ২ জন নারী।
এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৭৭।
গতকাল পহেলা মে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় যে বর্তমানে দেশের ৩১টি ল্যাবরেটরিতে করোনাভাইরাস আক্রান্তদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
শুক্রবারের বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছিলেন বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্তদের প্রায় ৮০০ জনের মধ্যেই কোনো লক্ষণ বা উপসর্গ নেই।