বগুড়া সংবাদদাতাঃ বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বৃহত্তর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ওমর ফারুক খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অদ্যই শুক্রবার বেলা সাড়ে ১২ টায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)।
জেলা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট সোহরাব বাপ্পি বলেন যে, উনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। গত ২২ জুন তার নমুনা পরীক্ষা করার পরে তার রিপোর্ট পজিটিভ এলে প্রথমে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়াতে চিকিৎসা দেওয়া হয় এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তীতে ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিলো। উনার ভাই জানান তার মৃতদেহ ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে।
তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফজলুল বারী তালুকদার বলেন, সে আমার রাজনৈতিক সহযোদ্ধা , ছোট ভাই এর মতো ছিলো। সে একজন সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তি ছিলো। আমি তার মৃতুতে গভীর শোক জ্ঞাপন সহ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
সেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার আহবায়ক মাজেদুর রহমান জুয়েল বলেন, একজন আদর্শবান, সাহসী বিএনপি পাগল নেতা হারিয়ে গেল বিএনপির পরিবার থেকে।
জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন তিনি আমাদের জন্য সৎ ও সাহসের প্রতীক ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জেলা বিএনপির আহবায়ক ও সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ,সিনিয়র যুগ্ন আহবায়ক ফজলুল তালুকদার বেলাল, যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম,খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, আলী আজগর তালুকদার হেনা এম আর ইসলাম স্বাধীন, মোশারফ এইচ চৌধুরী, যুবদলের খাদেমুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহাদত হোসেন সোহাগ, ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান সহ অসংখ্য নেতা কর্মি।