দৈনিক প্রত্যয় ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণের দাপটে ধস নেমেছে ভারতের গাড়ির বাজারে। গত বছরের জুনের তুলনায় এবার জুনে দেশটিতে যাত্রীবাহী বিভিন্ন যানবাহনের বিক্রি কমেছে অর্ধেক (৪৯.৫৯%)। মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের অটোমোবাইল খাতের ব্যবসায়ীদের সংগঠন- সিয়াম (এসআইএএম) এ তথ্য জানিয়েছে।
সিয়ামের দেয়া পরিসংখ্যান তুলে ধরে এনডিটিভিসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায়, গাড়ি বিক্রির তথ্যে দেশটির অটোমোবাইল খাতের দৈন্যদশা ফুটে উঠেছে। করোনা আতঙ্কে দুই মাসের বেশির সময় লকডাউন কার্যকর থাকায় বড় কোন ক্রয়াদেশ পায়নি গাড়ি বিক্রেতা কোন প্রতিষ্ঠান। যাও বা বিক্রি হয়েছে অপর্যাপ্ততার কারণে সে তালিকায় ছিল না বিএমডব্লিউ, মার্সিডিস, টাটা মটরস ও ভলভো অটো।
গত মাসের দেশটিতে মোট যাত্রীবাহী গাড়ি রপ্তানি কমেছে ৫৬.৩১ শতাংশ। এসময়ে, থ্রি-হুইলারের ৩৪.৯৮ শতাংশ আর টু-হুইলারের রপ্তানি কমেছে ৩৪.২৫ শতাংশ।
বন্দরে খালাস কার্যক্রম শেষ করতে অতিরিক্ত সময় লাগার কারণে ভারতের গাড়ি উৎপাদনে ব্যাপক প্রভাব পড়েছে। এইখাতটি বর্তমান দুর্গতি কাটিয়ে ওঠার পাশাপাশি আগামীতে যেন কোন প্রতিবন্ধকতার মুখে না পড়ে, এই দুই দিক সামলে নিয়ে কাজ করতে হচ্ছে জানিয়েছেন সিয়াম প্রেসিডেন্ট রাজন ওয়াধেরা।
গত মাসে ভারতের বাজারে ১ লাখ ৫ হাজার ৬১৭টি যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে। এক বছর আগে যেখানে বিক্রি হয়েছিল ২ লাখ ৯ হাজার ৫২২টি। কার বিক্রি হয়েছে ৫৫ হাজার ৪৯৭টি, এক বছর আগে যে সংখ্যা ছিল ১ লাখ ৩২ হাজার ৭৭টি। এক বছর আগে সেবাখাতে ব্যবহৃত যানবাহনের বিক্রির পরিমাণ ৬৭ হাজার ১১৬টি হলেও গত মাসে তা নেমে এসেছে ৪৬ হাজার ২০১টিতে। ভ্যান সিগমেন্টের গাড়ি বিক্রি হয়েছে ৩ হাজার ৯১৯টি যা গতবছরের তুলনায় ৬২.০৬ শতাংশ কম। এক বছর আগে ১৬ লাখ ৪৯ হাজার ৪৭৫টি টু-হুইলার বিক্রি হলেও গতমাসে হয়েছে ১০ লাখ ১৩ হাজার ৪৩১টি, শতাংশের হিসাবে যা ৩৮.৫৬ ভাগ কম।
ডিপিআর/ জাহিরুল মিলন