করোনাভাইরাস মোকাবিলায় ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানোর চিন্তা করছে সরকার। তবে এখনো সিদ্ধান্ত হয়নি। এ সংক্রান্ত একটি প্রস্তাব আগামীকাল প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে। প্রধানমন্ত্রী সায় দিলে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন তা জানাবে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ সোমবার কালের কণ্ঠকে এমন আভাস দিয়েছেন। তবে এ বিষয়ে জনপ্রশাসন সচিব কালের কণ্ঠকে জানান, ছুটি বাড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি।
এর আগে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এর মধ্যে ২৬ মার্চ স্বাধীনতা দিবস, শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১০ দিনের ছুটিতে থাকবে সারা দেশ।