প্রত্যয় ডেস্ক: গত বছরের ৩১ ডিসেম্বর চীনে প্রাদুর্ভাব হওয়া করোনাভাইরাস এখন বিশ্বব্যাপী ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এদিকে দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সংক্রমণ বাড়তে থাকায় সেখানে আবারও কড়াকড়ি জারি করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজন সোমবার এক জরুরি ঘোষণায় জানিয়েছেন যে, তাৎক্ষণিকভাবে সব ধরনের রেস্টুরেন্ট, বার, বিনোদনকেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখতে হবে। চিড়িয়াখানা ও জাদুঘরও এর আওতায় পড়বে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমের এই অঙ্গরাজ্যের চার্চ, জিম, সেলুনও বন্ধ করে দেয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত ৩ লাখ ৩০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছে। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট ৩৪ লাখ ৭৯ হাজার ৪৮৩ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৩৮ হাজার ২৪৭ জন।
দেশটিতে বর্তমানে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৫ লাখ ৪৯ হাজার ৪৬৯ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১৭ লাখ ৯১ হাজার ৭৬৭টি। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৫ হাজার ৯৩৪ জন।