দৈনিক প্রত্যয় ডেস্কঃ চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে। এই করোনা মহামারীর মধ্যেই চলতি বছরই ফাইভ জি স্টেশন চালুর পরিকল্পনা করছে চীন।
দেশটির তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানায়, ২০২০ সালের শেষদিকেই ফাইভ জির অন্তত ৬ লাখ বেস স্টেশন স্থাপন করবে চীন। যেখান থেকে সেবা পাবে চীনের প্রায় সব গুরুত্বপূর্ণ শহর। বর্তমানে দেশটিতে আড়াই লাখ ইউনিট কাজ করছে।
সেবা পাচ্ছে ৩ কোটি ৬০ লাখ মানুষ। বর্তমানে সপ্তাহে ১০ হাজার নতুন স্টেশন স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে চীন সরকার।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, এপ্রিলে চীনে ৭০ লাখ বেড়েছে ফাইভ জি প্রযুক্তি ব্যবহারকারীর সংখ্যা। বর্তমানে ফাইভ জি প্রযুক্তির বিশ্বনেতা কাজ করছে টেলিকম কোম্পানি হুয়াউয়ে।
ডিপিআর/ জাহিরুল মিলন