প্রবাস: কুয়েতে করোনার বিষদাঁতের আক্রমণ ভোঁতা হচ্ছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানী আরবি দৈনিক আল রাই জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় দেশটিতে কারো মৃত্যু হয়নি। এতে ২০২০ সালের মার্চের পর এই প্রথম করোনায় মৃত্যুশূন্য দিন দেখল কুয়েত।
খবরে আরও জানানো হয়েছিল, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৩৩ জন, সুস্থ হয়েছে ৪০ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ২৪৪৮ জন।
করোনা নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে কুয়েত। গণটিকা কার্যক্রমের ফলে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা কম।
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ কুয়েতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে দেশটির স্বাস্থ্য খাত। শুরু থেকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসাসেবা ও প্রতিরোধক ব্যবস্থা গ্রহণের ফলে সাফল্যের দ্বারপ্রান্তে দেশটি।
মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন দেশের সঙ্গে খুলে দেওয়া হয়ে আন্তর্জাতিক ফ্লাইট। এছাড়াও অফিস-আদালত, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, শপিংমল, সুপার শপসহ বিপণী বিতানগুলোতে চলছে স্বাভাবিক কার্যক্রম।