এম এইচ সামাদ,নেত্রকোনা:নেত্রকোনা চারজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সোমবার ( ১৩ এপ্রিল) দুপুর থেকে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জনসাধারণের অবাধ চলাচল কমাতে এবং করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সোমবার দুপুর থেকে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
অন্যদিকে সামাজিক দূরত্ব নিশ্চিতের অংশ হিসাবে কাঁচা বাজার সমুহকে মাছ বাজার থেকে সরিয়ে মেইন রোডের একপাশে নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা হয়েছে।