বিতরণ করা হয়েছে ৭১ হাজার ৯৮ মেট্রিক টন। বিতরণকৃত চালে উপকারভোগী পরিবার সংখ্যা ৬০ লাখ ৯০ হাজার ৯০টি এবং উপকারভোগী লোক সংখ্যা ২ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬শ ৫৪ জন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালযরের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন গণমাধ্যমে এ তথ্য পাঠিয়ে তা নিশ্চিত করেছেন।
সারাদেশের ৬৪ জেলায় এ পর্যন্ত জি আর নগদ টাকা মোট বরাদ্দ করা হয়েছে ৩৯ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ১শ ৬৪ টাকা। এই পর্যন্ত বিতরণ করা হয়েছে ৩১ কোটি ২৪ লাখ ৪ হাজার ৮শ ৮২ টাকা । এতে উপকার ভোগী পরিবার সংখ্যা ৩৪ লাখ ৮৬ হাজার ৮শ ৯টি এবং উপকারভোগী মোট লোক সংখ্যা ১কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ১শ ৪০ জন।
শিশু খাদ্য সহায়ক হিসেবে মোট বরাদ্দ ৭ কটি ৮২ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৫ কোটি ৩১ লাখ ৫২ হাজার ৪শ ৬৫ টাকা । এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭শ ২৩ টি এবং লোক সংখ্যা ২ কোটি ৫৬ লাখ ১শ ১৯জন।
বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৭২ জনের শরীরে। তাদের মধ্যে মারা গেছেন ১২০ জন এবং সুস্থ হয়েছেন ৮৭ জন। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৫৬৫ জন। এটা গতকালের তথ্য।