সিলেট সংবাদদাতা: নিউমোনিয়া ও করোনভাইরাসের উপসর্গ নিয়ে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। নগরীর উপকণ্ঠে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার বিকেলের দিকে এমএ হককে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তিনি আরও জানান, এমএ হকের করোনা পরীক্ষার জন্য বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এখনও আসেনি।
মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানান, মঙ্গলবার নগরীর যতরপুরের বাসা থেকে এমএ হককে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বয়সের কারণে এমএ হকের শারীরিক নানা সমস্যা থাকায় চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম জানান, এমএ হকের করোনা উপসর্গ থাকায় স্বাস্থ্যবিধি মেনে দাফন ও জানাযা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বাদ আসর নগরীর হযরত মানিকপীরের টিলার সামনে প্রথম জানাযা ও বাদ এশা গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজারের কুলুমা গ্রামে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। এরপর বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। প্রসঙ্গত, এমএ হক সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিএনপির সমর্থনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।