দৈনিক প্রত্যয় ডেস্কঃ কিশোরগঞ্জে করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ডাক্তার, পুলিশ কর্মকর্তাসহ আরও ৭ জন। তাদের মধ্যে ৩ জন চিকিৎসক, একজন পুলিশ কর্মকর্তা, একজন ডিপ্লোমা ডেন্টাল চিকিৎসক এবং দুজন গৃহিণী। এর আগে জেলায় আরও ৭ জন করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এনিয়ে জেলায় করোনা ভাইরাস থেকে মোট ১৪ জন সুস্থ হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ৬ জনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। বাকি একজন ভৈরব থেকে সুস্থ হয়েছেন।
ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতিশ দাস রাজীব জানান, গত ১৪ এপ্রিল দুজন চিকিৎসকের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। ১৬ এপ্রিল তাদের করোনা পজিটিভ আসে। ১৮ এপ্রিল তাদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। গত ২৩ ও ২৫ এপ্রিল পর পর দুটি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসায় বৃহস্পতিবার দুপুরে তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।
অপরদিকে গত ১৪ এপ্রিল পুলিশ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন পাটোয়ারির দেহে কোভিড-১৯ শনাক্ত হয়। ওই দিনই তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ২১ ও ২৫ এপ্রিল দুই দফা পরীক্ষা করে তার শরীরে কোভিড-১৯ নেগেটিভ ফলাফল আসে। বৃহস্পতিবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। আগামী ১৪ দিন তিনি বাড়িতে থাকবেন।
দেলোয়ার হোসেন পাটোয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণসাকুয়া গ্রামের ফজর আলী পাটোয়ারির ছেলে। এর আগে ঢাকার কুর্মিটোলা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেন এস আই চাঁন মিয়া।
জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলায় ১৭৯ আক্রান্তের মধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
ডিপিআর/ জাহিরুল মিলন