আব্দুল্লাহ আল সানি: ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় করোনা ভাইরাস এর বিস্তার প্রতিরোধে সেচ্ছায় ধর্মপাশা রিক্সা চালক ও লেগুনা মালিক সমিতির যৌথভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপর থেকো উপজেলা পূর্ববাজারের ত্রিমুখী বাইপাস মোড়ে সড়ক পাতারে বাঁশ বেধে সড়কের উপরে রিক্সাভ্যান, গাছের ডোম ফেলে রেখে সড়ক অবরুদ্ধ করা হয়েছে। যাতে করে বিভিন্ন জেলা শহর থেকে আসা বহিরাগত যানবাহন এবং যানবাহনে চড়ে আসা মানুষজন যেন গ্রাম অঞ্চলে ডুকতে না পারে, জনসমাগম করতে না পারে সেজন্য এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও কংশ সেতুর উত্তর পাড়ে ধর্মপাশা থানার সামনে সড়কের উপর কংশ সেতুর নিচসহ এই উপজেলার বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে, বিভিন্ন গ্রামের প্রবেশ পথে বাঁশ, লাল নিশান বেধেরেখে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কোনো কোনো জায়গায় আবার হাত ধোয়ার ব্যবস্থাও করা হয়েছে। তবে যারা এইসব উদ্যোগ নিয়েছেন তাদের সাথে কথা বলে জানাজাই, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নিরাপদ দূরত্ব বজায় রাখতে করোনা ভাইরাসের বিস্তারের হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখতে তাঁরা এই উদ্যোগ নিয়েছে। এছাড়া পথচারীদের হাত ধোয়ার জন্য দশধরী গ্রামের সামনে শয়তান খালি সেতুর উপর বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তাঁরা এটাও বলে যে, আমরা নিজেরা সুস্থ থাকবো অন্যকেও সুস্থ রাখবো। পূর্ববাজারের ত্রিমুখী বাইপাস মোড়ে সড়ক পাতারে বাঁশ বেধে সড়কের উপরে রিক্সাভ্যান, গাছের ডোম ফেলে রেখে সড়ক অবরুদ্ধ করার সময় উপস্থিত ছিলেন, তাহের উদ্দিন লেগুনা মালিক সমিতির সভাপতি, জামাল মিয়া রক্সি চালক সমিতির সাধারণ সম্পাদক, এরশাদ মিয়া লেগুনা মালিক সমিতির কোষাধ্যক্ষ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, নজরুল মিয়া, হারিছ মিয়া প্রমুখ।