মোঃতায়েফ তালুকদারঃকরোনায় বোরহানউদ্দিন উপজেলায় গৃহীত পদক্ষেপ সমুহের জন্য সর্বমহলে প্রশংসিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব বশির গাজী। করোনা শুরু থেকেই তিনি বোরহানউদ্দিন উপজেলকে করোনা মুক্ত রাখতে নিরন্তর পাড়া মহল্লা অলি গলিতে ছুটে চলছেন।নিয়েছেন অনেক ব্যাতিক্রমী পদক্ষেপ। যেমন সামাজিক দুরত্ব বজায় রাখতে তিনি নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন, সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে বোরহানউদ্দিন উপজেলার প্রতিটি হাটবাজার উম্মুক্ত স্তানে স্থানন্তর সহ বাজার নিয়মিত মনিটরিং, বোরহানউদ্দিনে টি,সি,বির মাধ্যমে পন্য বিক্রয়ের ব্যাবস্তা ইত্যাদি সর্বমহলে প্রশংসিত, এমনকি স্থানীয় সংসদসদস্য আলহাজ্ব আলী আজম মুকুল ও তার কাজে প্রশংসা করেছেন।
বোরহানউদ্দিন উপজেলায় একমাত্র করোনারুগী চিহ্নিত হওয়ার পর অই এলাকা লকডাউন সহ তাদের খাবারের নিশ্চয়তা প্রদান,রোগী সুস্থ হওয়া পযন্ত তাদের নিয়মিত খোঁজ খবর রাখা, ইত্যাদি কাজগুলো সর্বমহলে প্রশংসিত হয়েছে,এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী বলেন,আমার সকল কাজে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল স্যার এবং মাননীয় জেলা প্রশাসক স্যার আমাকে সর্বাত্মক সহোযোগিতা করে যাচ্ছেন,এবং সাহস যুগিয়ে যাচ্ছেন,আমি তাদের কাছে কৃতজ্ঞ।