1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

করোনা সংক্রমণে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ভারতে

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ১৯৩ Time View
করোনা সংক্রমণে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ভারতে

প্রত্যয় ডেস্ক: ভারতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮০৩ জন। সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৭২ জন এবং দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে ৫৬১ জনের। এছাড়া মেক্সিকোতে মারা গেছে ২৬৬ জন।

কয়েকদিন ধরে ভারতে প্রায় প্রতিদিনই ৫০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায়ও নতুন করে আরও ৫২ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে ইতোমধ্যেই করোনা সংক্রমণ ১৮ লাখ ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ৫২ হাজার ৫০ জন।

দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৫৫ হাজার ৭৪৫। এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮০৩ জন। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৮ হাজার ৯৩৮ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১২ লাখ ৩০ হাজার ৫০৯ জন।

সম্প্রতি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা করোনায় আক্রান্ত হয়েছেন।
তবে স্বস্তির বিষয় হচ্ছে ভারতে করোনায় মৃত্যুহার কমেছে। একই সঙ্গে সুস্থতার হারও অনেক বেড়েছে দেশটিতে। দেশটিতে কোভিড টেস্টের সংখ্যা ২ কোটি পেরিয়েছে। সেই সঙ্গেই বেড়েছে কনট্যাক্ট ট্রেসিংও।

ভারতে বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ২৯৮। এদিকে, মহারাষ্ট্রে প্রায় ৯ হাজার নতুন সংক্রমণ ধরা পড়েছে। ওই রাজ্যে এখন কোভিড পজিটিভ রোগীর সংখ্যা সাড়ে চার লাখের বেশি। করোনা সংক্রমণ বেড়েছে অন্ধ্রপ্রদেশেও। সেখানে এখন করোনার অ্যাকটিভ কেস ৭৬ হাজারের কাছাকাছি। সংক্রমণের দিক দিয়ে দিল্লিকেও ছাড়িয়ে গেছে অন্ধ্রপ্রদেশ।

অপরদিকে, রাজধানী দিল্লিতে গত কয়েকদিন ধরে সংক্রমণ বৃদ্ধির হার কমতে দেখা গেছে। সেখানে বর্তমানে করোনার অ্যাকটিভ কেস ১০ হাজারের কাছাকাছি। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ২৪ হাজারের বেশি মানুষ।

ভারতের গুজরাটে বর্তমানে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৪ হাজার ৫৯৯। তামিলনাড়ুতে ইতোমধ্যেই কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ২ লাখ পেরিয়ে গেছে। সেখানে অ্যাকটিভ কেস ৫৬ হাজার ৬৯৮টি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..