সোহানুর রহমান সোহাগ: র্যাম্প মডেলিংয়ে দুই যুগ পার করেছেন বুলবুল টুম্পা। এখনো তিনি মডেলিংয়ে সক্রিয়। তবে ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে তার ব্যস্ততা বেশি। কাজের স্বীকৃতি হিসেবে তিনি দেশের নানা সম্মানে ভূষিত হয়েছেন। এবার কলকাতাতেও তিনি কাজের জন্য সমাদৃত হলেন। গত মাসের শেষের দিকে কলকাতায় কলা মন্দিরে আয়োজন করা হয় আইকনিক ফ্যাশন অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড। সেখানে দুই বাংলার তারকাদের মিলনমেলা বসেছিল। এমন চমৎকার মঞ্চে বুলবুল টুম্পার কোরিওগ্রাফি প্রশংসা কুড়ায় সবার। শুধু তা-ই নয়, সেখানে তাকে সেরা কোরিওগ্রাফার হিসেবে পুরস্কৃত করা হয়। টুম্পা দেশ রূপান্তরকে বলেন, ‘এবারের কলকাতায় কাজের অভিজ্ঞতা খুব ভালো। তাদের মডেলরা আমার কাজের ধরন খুব পছন্দ করেছে। আয়োজকরাও আমার ওপর পুরোটা ছেড়ে দিয়েছিলেন। ভিনদেশে নিজের দেশের পোশাক তুলে ধরেছি, তাই আমি বাংলা গানের সঙ্গেই কোরিওগ্রাফি করেছি। সব মিলিয়ে ভালো হয়েছে কাজটি। আর পুরস্কারপ্রাপ্তিতে তো আমি খুব খুশি। নিজের কাজ যখন দেশের বাইরে সম্মানিত হয়, তখন কার না ভালো লাগে?’
টুম্পা এর আগে ঢাকায় নারী দিবসের দুটি বড় শো ও চট্টগ্রামে প্রথম আলো ঈদ ফ্যাশন শো করেও সবার ভালোবাসা পেয়েছেন। নারী দিবসে তিনি বিশেষ সম্মাননাও পান।