প্রত্যয় স্পোর্টস ডেস্ক: করোনার কারণে চলতি বছরের একের পর এক ক্রীড়া আয়োজন বন্ধ হয়ে গেছে। অলিম্পিক, কোপা আমেরিকা, ইউরো সব সরিয়ে আগামী বছরে নেওয়া হয়েছে। টি-২০ ক্রিকেট বিশ্বকাপও স্থগিত হওয়ার অপেক্ষায়। এর মধ্যে ভালো একটি খবর দিল ফিফা। বুধবার কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফুটবলের এই সর্বোচ্চ সংস্থা।
ফুটবল বিশ্বকাপ সাধারণত জুনে শুরু হলেও কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে ২১ নভেম্বর। কাতারের সময় দুপুর একটায় এবং বাংলাদেশ সময় বিকাল চারটার অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে আল বারাত এরিনা স্টেডিয়ামে। বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়াবে ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে। ফাইনালটি বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে।
কাতার বিশ্বকাপে একদিনে সর্বোচ্চ চারটি ম্যাচ রাখা হয়েছে। এছাড়া ম্যাচগুলোও বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। যেমন দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে স্থানীয় সময় বিকেল চারটা (বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা) ও সন্ধ্যা সাতটায় (বাংলাদেশ সময় দশটা)। গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচ আবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ও রাত দশটায় মাঠে গড়াবে।
গ্রুপ পর্বের ম্যাচগুলো ১২ দিনে শেষ হবে। এরপর নক আউট পর্বের ম্যাচও গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচের সময়ে অনুষ্ঠিত হবে। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭ ডিসেম্বর মাঠে গড়াবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সাধারণ দর্শকের জন্য চলতি বছরের শেষ থেকে কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। সময় ফিফা পরে জানিয়ে দেবে। এছাড়া বিশ্বকাপের ভেন্যুগুলো একটার থেকে অন্যটি খুব বেশি দূরে না হওয়ায় কাতারের বাইরের দর্শকরাও দিনে একটির বেশি গ্রুপ পর্বের ম্যাচ উপভোগ করতে পারবে।
কাতার বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আটটি ভেন্যুতে। এরই মধ্যে তিনটি ভেন্যুর কাজ শেষ হয়েছে বলে অনুমোদন দেওয়া হয়েছে। কাতর বিশ্বকাপ হবে এশিয়ায় আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপ। এর আগে ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায় বিশ্বকাপ আয়োজিত হয়। ওই বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ব্রাজিল। রানার্স আপ হয়েছিল জার্মানি।