স্পোর্টস ডেস্ক: দুই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টেও ক্যারিবীয়দের অবস্থা সুবিধার মনে হচ্ছে না। অসিদের সামনে লড়াইটা ঠিকমতো জমিয়ে তুলতে পারছেন না সফরকারীরা। ব্রিজবেন টেস্টের প্রথম ইনিংসে ৩১১ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে কেবল লড়াই করেছেন কাভিম হজ ও জসুয়া ডি সিলভা জুটি। এই দুই ব্যাটারের সম্মিলিত চেষ্টায় ৩১২ বলে ১৪৯ রান পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিরীয়দের দ্বিতীয় সর্বোচ্চ জুটি থেকে এসেছে ৩২ বলে ৪১ রান। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক শিকার করেছেন ৪ উইকেট।
গতকাল ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৯ রানে প্রথম উইকেট হারানোর পর ৬৪ রানে ওয়েস্ট ইন্ডিজের ছিল না ৫ উইকেট। সেখান থেকে লড়াই শুরু করেন কাভিম ও ডি সিলভা। তাদের জুটিতে মান বাঁচায় ওয়েস্ট ইন্ডিজ। যেভাবে মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড বল হাতে আগ্রাসন শুরু করেছিলেন, তাতে এই দুই ব্যাটার প্রতিরোধ গড়তে না পারলে হয়তো ১০০ রানের আগেই ইনিংস গুটিয়ে নিতে হতো ক্যারিবীয়দের।
লড়াই করে ফিফটি করেছেন হজ। ১৯৪ বলে তার ৭১ রানের ইনিংসে ছিল ৮ বাউন্ডারি ও ১ ছক্কার মার। স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে সাজগরে ফিরেছেন তিনি। তার সহযোদ্ধা ডি সিলভা খেলেন ১৫৭ বলে ৭৯ রানের ইনিংস। ধৈর্যের প্রমাণ দেওয়া তার ইনিংসে বাউন্ডারি থেকে এসেছে মাত্র ২৮ রান। বাকি ৫২ রান দৌড়ে নিয়েছেন এই ক্যারিবীয় ব্যাটার।
দলীয় সংগ্রহ ৬৪ করতে সাজঘরে ফিরেছেন ক্রেইগ ব্রাথওয়েট (৪), তেজনারায়ণ চন্দরপল (২১), কির্ক ম্যাকেঞ্জি (২১), আলিক অ্যাথানেজে (৮) ও জাস্টিন গ্রেভস (৬)।
শেষ দিকে তিন জনের সঙ্গে ছোট ছোট জুটি করে ফিফটি হাঁকিয়েছেন কেভিন সিনক্লেয়ের। ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় ৯৮ বলে ৫০ রান করেন তিনি। ২২ বলে ৩২ রানের ইনিংস খেলেন আজমেরি জোসেফ। অবশেষে ১০৮ ওভারে ৩১১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।