নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা বিনিয়োগ করতে দিলে টাকাগুলো অর্থনীতির মূলধারা নিয়ে আসা যাবে। কিন্তু অপ্রদর্শিত টাকা ব্যবহারে কিছু নিয়ম বেঁধে দেওয়া উচিত। বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
সাবেক এই গভর্নর বলেন, কালো টাকার মালিকদের সময় বেঁধে দিয়ে বলতে হবে টাকা দ্রুত দেশে বিনিয়োগ করুন। জুলাই মাসের ১ তারিখ থেকে কোথাও কালো টাকা পাওয়া গেলে বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে বিদেশে যাতে টাকা পাচারের সুযোগ সৃষ্টি না হয় সেজন্য সীমান্তগুলো বন্ধ করে দিতে হবে।
ঘাটতি বাজেট সমস্যা নয় মন্তব্য করে ড. ফরাসউদ্দিন আহমদ বলেন, বড় বড় দেশেও ঘাটতির বাজেট দেওয়া হয়। সবকিছু যদি ঠিকমতো পরিচালিত হয় তা হলে রাজস্ব আদায় কঠিন হবে না। তবে প্রবৃদ্ধি নিয়ে আইএমএফ একটু বাড়িয়ে বলেছে।
ব্যাংকিং খাত থেকে সরকারের অধিক টাকা নেওয়া প্রসঙ্গে এই অর্থনীতিবিদ বলেন, ব্যাংক থেকে সরকারের টাকা নেওয়াকে আমি এত বড় সঙ্কট মনে করছি না। বাস্তবতা হলো, আমাদের দেশে ব্যক্তিখাতকে বিনিয়োগে উৎসাহী করার পরিবেশ নেই। সেটা সৃষ্টির চেষ্টাও হয় না। এমন হওয়া দরকার ব্যাংকে যাদের টাকা রয়েছে তারা বিনিয়োগ করবেন দেশে। বিদেশে নিতে পারবেন না। সরকার সহায়তা করবে। আবার যারা বিদেশে যারা টাকা নিয়ে গেছেন সেগুলো ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, বাজেটে অনেক কথা বলা হয়েছে। তবে আমি বিগত অর্থবছরের বাজেটের সুবাস্তবায়ন দেখিনি।