নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী বাজারে বুধবার (২৭ এপ্রিল) বিকেলে সিসি ক্যামেরা তদারকি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্ধোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অণির্বান চৌধুরী, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শাহাদত হোসেন, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে কটিয়াদী মডেল থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও নানা শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।