ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জের করিমগঞ্জে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৭ মে) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ও সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গুজাদিয়া ইউনিয়নের টামনি নয়াপাড়া,হাইধনখালী,গুজাদিয়া বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
কয়েকটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা,মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনি নয়াপাড়া,হাইধনখালী,গুজাদিয়া বাজারে ৪ টি প্রতিষ্ঠানকে মোট বিভিন্ন ৮ হাজার টাকার জরিমানা করা হয়েছে। এ সময় নজরুল স্টোরকে ১ হাজার টাকা, ফারুক স্টোরকে ১হাজার টাকা, সুলতান স্টোরকে ৪ হাজার টাকা,চৈতি স্টোরকে ২ হাজার জরিমানা করা হয়।এছাড়াও বাজারের ব্যবসায়ীবৃন্দকে অনুমোদনহীন পন্য এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিয় না করতে বলা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিডি চ্যানেল ফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ, কিশোরগঞ্জ ।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..