তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক গোলাম কবির ভূঁইয়ার বিরুদ্ধে উপজেলা মহিলা আ’লীগ ঝাড়ু মিছিল করেছে।
উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের আলেক মাস্টারের ছেলে ব্যরিস্টার গোলাম কবির ভূঁইয়া কে সাবেক শিবির নেতা ও স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান উল্লেখ করে শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা মহিলা আ’লীগের ব্যানারে
বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকীর কার্যালয় থেকে মহিলা আ’লীগ সভাপতি অজুফা বেগম, সাধারণ সম্পাদক দিলরুবা কানম ও সাংগঠনিক সম্পাদক জেসমিন আকতারের নেতৃত্বে একটি ঝাড়ু মিছিল বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় উপজেলা মহিলা আ’লীগের সভাপতি অজুফা বেগম বলেন, কুখ্যাত শিবির নেতা ব্যরিস্টার গোলাম কবির ভূঁইয়াকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেয়ায় আমরা উপজেলা মহিলা আ’লীগ কোনো ভাবেই মেনে নিতে পারছি না। তাই আজ আমরা গোলাম কবিরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছি। তাছাড়া বাংলাদেশ আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট
জোর দাবি জানাচ্ছি স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান ভূমিদস্যু ব্যারিস্টার গোলাম কবিরকে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। এসময় তৃণমূল উপজেলা মহিলা আ’মীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিগত ২০ জানুয়ারি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর যৌথ স্বাক্ষরে ব্যারিস্টার গোলাম কবির ভুঁইয়াকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক পদে পদায়ন করেন। এরই প্রেক্ষিতে বিগত ২১ জানুয়ারি উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহারের নেতৃত্বে এলাকায় আনন্দ মিছিল হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আ’লীগের একাংশ ও সহযোগী সংগঠনের ব্যানারে আ’লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকীর কার্যালয়ে ব্যারিস্টার গোলাম কবির ভুঁইয়াকে শ্রম বিষয়ক সম্পাদক করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।