তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সার্বিক সহযোগিতায় তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে প্রাণিসম্পদ প্রদর্শণীর উদ্বোধন করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন ।
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণীতে উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের খামারীরা ৪৫টি ষ্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল,ভেড়া, হাঁস, মুরগী, কবুতর সহ বিভিন্ন প্রকারের পোষা প্রাণী নিয়ে প্রদর্শণীতে অংশ গ্রহন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা.নূরজাহান বেগম।
এ সময় উপস্থিত ছিলেন,তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.ফারুক আহম্মেদ, জেলা পরিষদের সদস্য একেএস জামান সম্রাট,তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ ভূঁইয়া,তাড়াইল ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক,স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রদর্শণীর বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহনকারী খামারীদের নিজ নিজ সমস্যার কথা শোনেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে খামারীদেরকে সরকারী প্রণোদনা প্রদানসহ সকল প্রকার সহায়তার আশ্বাস দেন এবং প্রদর্শনীতে অংশ নেয়া সকল খামারীদের মধ্য থেকে তিনজন খামারীকে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়।