তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে সদর ইউপি সদস্যের নিজস্ব কার্যালয় থেকে ৪৮ বোতল বিদেশি মদ ও ২শ ৫০গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ।
এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তাড়াইল থানার (ওসি) রফিকুল ইসলাম স্থানীয় গনমাধ্যমকর্মীদের নিয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মলনে রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা সদর বাজারের কাঠপট্টী এলাকায় তাড়াইল-সাচাইল (সদর) ইউপি’র ১নং ওয়ার্ডের সদস্য সংগ্রাম ভৌমিকের নিজস্ব কার্যালয়ের গোডাউন থেকে বিদেশি মদ ও গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক ব্যাবসায় জড়িত থাকায় ৫জনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন, তাড়াইল সদর বাজারের মৃত গৌতম ভৌমিকের ছেলে শান্ত ভৌমিক (২০), হাশেম মিয়ার ছেলে শাহিন মিয়া (৩০) ও সোহেল মিয়া (২২), পিন্টু পালের ছেলে পিয়াস পাল (২৩) এবং মৃত গিয়াস উদ্দিনের ছেলে রাসেল মিয়া(৩২)।
গভীর রাতে কাঠপট্টী এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এরকম গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই গোলাম কবির বিশ্বাস,এসআই সুকান্ত,এএসআই অরুন এবং সঙ্গীয় পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম ও সালেহ আহমেদ অভিযান পরিচালনা করে আসামীদের হাতেনাতে গ্রেফতার করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,জব্দকৃত প্রতিটি বোতল ভারতের তৈরি এবং ৭৫০মিলি হিসেবে ৪৮টি বোতলে ৩৬লিটার মদ যাহার আনুমানিক মূল্য ১লক্ষ ৬২ হাজার টাকা এবং ২৫০গ্রাম গাঁজা যাহার আনুমানিক মূল্য ৩ হাজার ৫শত টাকা।
তিনি আরও জানান,অবৈধভাবে বিদেশি মদ ও গাঁজা হেফাজতে রাখার দায়ে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬(১) এর টেবিল ২৪(খ)/১৯(ক)/৪১ ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য ধৃত শান্ত ভৌমিক সদর ইউপি’র সদস্য সংগ্রাম ভৌমিকের ভাতিজা।
এ ব্যাপারে সংগ্রাম ভৌমিকের সাথে কথা হলে তিনি বলেন,এটার সাথে আমার কোনও সম্পর্ক নাই এবং আমি কিছুই জানিনা।আমার চেম্বারের চাবি দুইটি। একটি আমার কাছে এবং একটি আমার ভাতিজা শান্ত ভৌমিকের নিকট থাকে।