1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

কিশোরগঞ্জের তাড়াইলে ভয়াবহ অগ্নিকান্ড,৩০টা দোকান পুড়ে ছাই

  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৮ Time View

দেলোয়ার হোসেন রিপন, তাড়াইল থেকে: কিশোরগঞ্জের তাড়াইল বাজারে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩০টি দোকান। শনিবার(২৫ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে থানা গেইট সংলগ্ন এনায়েত সুপার মার্কেটের একটি ইলেকট্রিক দোকানের আইপিএস এর ব্যাটারি ব্লাস্ট হয়ে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয় ব্যাবসায়ীরা।

খবর পেয়ে তাড়াইল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেন।দ্রুত আগুন ছড়িয়ে পরার কারনে অবস্থা নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। তাৎক্ষনিক পার্শবর্তী উপজেলা করিমগঞ্জ থেকে ১টি,ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে ১টি এবং কিশোরগঞ্জ সদর থেকে ২টি ইউনিট এসে ২ঘন্টার চেষ্টায় রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রনে আনে।এ ঘটনায় দুইজন ফায়ার ফাইটার আহত হয়েছে।তাদের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ মোবারক আলী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।তাছাড়া দোকানগুলি গাদাগাদি করে তৈরি করা হয়েছে, যার দরুন আমাদের আগুন নেভানোর কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমান নির্ধারন করা যায়নি।তবে আমাদের পক্ষ থেকে একটি তদন্ত টিম গঠন করা হচ্ছে।অচিরেই তদন্ত টিম কাজ করে ক্ষয়-ক্ষতির পরিমান নির্ধারন করবেন।
অগ্নিকাণ্ডের ব্যাপারে স্থানীয় ব্যাবসায়ী মেজবাহ উদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে বাজারের এনায়েতের মার্কেটে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান, থানা সংলগ্ন এনায়েত সুপার মার্কেটের একটি ইলেকট্রিক দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসে বিষয়টি অবহিত করি এবং সংগীয় ফোর্স সহ জানমালের নিরাপত্তা দেই।তিনি আরও বলেন,আগুনে ৩০টি দোকান পুরোপুরি পুড়ে যায় এবং ৭টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

আগুনে পুড়ে যাওয়া তকি ইলেকট্রনিক্সের মালিক আজিজুল হক কান্নাজরিত কন্ঠে বলেন, আমি নি:স্ব হয়ে গেলাম। প্রায় ২৭লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে চোখের সামনে ছাই হয়ে গেছে।
স্থানীয় ব্যাবসায়ীদের দাবী আগুনে তাদের প্রায় কোটি টাকার উপড়ে মালামাল পুড়ে গেছে।
রাতেই উপজেলা পরিষদ চেয়ারম্যন জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..