দেলোয়ার হোসেন রিপন তাড়াইল থেকে:
কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ
ও অঙ্গ সহযোগী সংগঠন বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করেছে।
মঙ্গলবার ( ১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার লুবনা শারমিন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও লুবনা শারমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, জেলা পরিষদ সদস্য (তাড়াইল) একেএস জামান সম্রাট, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, তাড়াইল থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রফিকুল ইসলাম, উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
তাছাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক ভূঁইয়া মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী’র নেতৃত্বে দুপুর ২ টার দিকে তাড়াইল সদর বাজারের শোক র্যালি বের করা হয়। শোক র্যালি শেষে উপজেলা আ’লীগ কার্যালয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।